যারা ঘসে বসে আছে তাদের পদ রাখা হবে না : প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ যারা নির্বাচনের সময় মাঠে ময়দানে কাজ করে এখন ঘরে বসে আছে তাদের পদে রাখা হবে না৷ তাদের চিহ্ণিত করা হচ্ছে৷ এদিন প্রদ্যোৎ কিশোর দেববর্মন এমন বার্তা দেন৷ উপর মহল থেকে নিচু মহল পর্যন্ত ব্যাপক রদবদল করা হবে৷ কারণ তিপরা মথা অন্যান্য দল থেকে আলাদা৷ গত বিধানসভার নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম পার্টি হয়েছে৷ কিন্তু এই দলে কার্যকর্তাদের পদ দেওয়া হয় ঘরে বসে থাকার জন্য নয়৷ ময়দানে নেমে লড়াই করার জন্য বলে জানিয়ে দেন দলীয় কার্যকর্তাদের৷ পাশাপাশি এক মাস সময় বেঁধে দিয়ে বলেন অবিলম্বে তাদের নিজ বিধানসভা কেন্দ্রে গিয়ে যোগদান কর্মসূচি করার প্রয়োজন৷ এর পাশাপাশি জনজাতিদের সমস্যা গুলি নিয়ে আওয়াজ তোলা দরকার৷ এদিন প্রদ্যোৎ কিশোর দেববর্মন আরো বলেন, যতক্ষণ না পর্যন্ত সাংবিধানিক দাবি গ্রেটার তিপরাল্যান্ড বাস্তবায়ন হবে ততক্ষণ জনজাতিদের ভাষা, সংসৃকতি সহ সমস্ত কিছুই অসুরক্ষিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *