হাইলাকান্দি (অসম) ২ জুন (হি.স.) : হাইলাকান্দি মহিলা কলেজে নেহরু যুব কেন্দ্রের হাইলাকান্দি শাখার উদ্যোগে শনিবার জেলা পর্যায়ের যুব উৎসবের আয়োজন করা হয়েছে। এতে আজাদীকা অমৃত মহোৎসবের উপলক্ষে নানা কার্যসূচী থাকছে। ভারত@২০৪৭ সাল এবং পঞ্চ প্রাণ ও অমৃতকাল–মূল ভাবনায় বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হবে। জেলার অগ্রণী বেসরকারি সংস্থাগুলির কর্মকর্তাদের মধ্যে থাকছে এই উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।
2023-06-02

