শান্তিরবাজার(ত্রিপুরা), ২ জুন (হি.স.): তাকমাছড়া এডিসি ভিলেজের যানতারাই পাড়ায় বাইক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছে এক ব্যক্তি । এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ। আহত ব্যক্তিকে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে।
ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকার বাসিন্দা যুবরাজ চাকমা টি আর ০৮ বি ৬৪৫৪ নাম্বারের বাইকে করে তাকমাছড়া বাজার থেকে মাংস ক্রয়করে বাড়ী ফেরারপথে তাকমাছড়া এডিসি ভিলেজের যান তারাই পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেথাকা একটি মাইলষ্টোনের সঙ্গে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। এতে করে যুবরাজ চাকমার মাথায় গুরতর আঘাত প্রাপ্ত য়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা অশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে।
এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার এ এস আই রতন চন্দ্র দেবনাথ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

