বেঙ্গালুরু, ২ জুন (হি.স.) : কর্ণাটক বিধানসভা ভোটের আগে কংগ্রেসের তরফে রাজ্যে যে ৫ নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, জনকল্যাণমূলক সেই প্রকল্পগুলিতে অনুমোদন দিল কর্ণাটক মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটক মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এই প্রকল্পগুলিতে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কর্ণাটকে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়েছে কংগ্রেস। বিধানসভা ভোটের আগে নির্বাচনী প্রচারে হাত শিবির প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যবাসীর স্বার্থে ৫টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হবে। সেই প্রতিশ্রুতি মতো ৫ প্রকল্পে অনুমোদন দিল মন্ত্রিসভা। শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘আমরা আজ মন্ত্রিসভার একটি বৈঠক করেছি। পাঁচটি প্রতিশ্রুতি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। মন্ত্রিসভার বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পাঁচটি গ্যারান্টি বর্তমান আর্থিক বছরে বাস্তবায়িত হবে।’
উল্লেখ্য, কর্ণাটক সরকারের পাঁচটি জনকল্যাণমূলক প্রকল্প হল সমস্ত পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, প্রতিটি পরিবারের মহিলা প্রধানকে ২০০০ টাকা মাসিক সহায়তা, বিপিএল পরিবারের প্রতিটি সদস্যকে ১০ কেজি চাল বিনামূল্যে, ১৮ থেকে ২৫ বছর বয়সী বেকার স্নাতক যুবকদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা এবং বেকার ডিপ্লোমা হোল্ডারদের জন্য ১৫০০ টাকা করে দুই বছরের জন্য। এছাড়া সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৫০,০০০ কোটি টাকা খরচ হতে পারে বলে মনে করছে কংগ্রেস সরকার।