মুম্বাই, ২ জুন (হি.স.): চোট নিয়েই পুরো আইপিএলে খেলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসকে শিরোপা জিতিয়ে এবার শল্যবিদের ছুরির নিচে গেলেন তিনি। অস্ত্রোপচার করালেন বাম হাঁটুতে। মুম্বইয়ের একটি হাসপাতালে ধোনির অস্ত্রোপচার হয়েছে। গত সোমবারের রুদ্ধশ্বাস ফাইনালের পরই আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে গিয়ে বিখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন দিনশ পার্দিওয়ালার সঙ্গে পরামর্শ করে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এই অস্ত্রোপচার করান। পার্দিওয়ালা ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসক প্যানেলেও আছেন। এর আগে কয়েকজন শীর্ষ ভারতীয় ক্রিকেটারের অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এবার তাঁর তত্ত্বাবধানেই অস্ত্রোপ্রচার করালেন ধোনি।
2023-06-02