পাথারকান্দি (অসম), ২ জুন (হি.স.) : স্থানীয় বিধায়কের প্রচেষ্টায় ও বুবরিঘাট বাগান পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শুক্রবার পাথারকান্দির বুবরিঘাট চা বাগানের নাচঘরে এক দিবসীয় গবাদি পশুর চিকিৎসা সহ এক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে।এতে গৃহপালিত পশুদের নানা রোগ ও প্রতিকার নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
এদিন স্থানীয় এলাকার তিন শতাধিক পূর্ণ বয়স্ক গরুদের বিনামুল্যে টিকা প্রদান সহ বাছুরের চিকিৎসা করা হয়। তাছাড়া উক্ত শিবিরে উপস্থিত বিভাগীয় চিকিৎসকেরা বিভিন্ন কৃষকদের গবাদি পশু-পক্ষীদের নানা রোগ ও প্রতিকার সম্পর্কে অভিহিত করেন।
শিবিরে উপস্থিত ছিলেন পাথারকান্দির সিনিয়র ভেটেরিনারি ফিল্ড অ্যাসিসট্যান্ট ডা. ত্রিদিপনারায়ণ দাস, ভিএফএ কর্মী আব্দুল হান্নান, এসভিএফএ বিশ্বজিৎ দাস প্রমুখ। শিবির পরিচালনা করতে সহায়তা করেন ভিকি পাণ্ডে, জয়হরি সালিয়া, মঙ্গল সালিয়া, সনুপ কুমার, চন্দন সালিয়া ও পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপি সভাপতি শশীবাবু সিনহা।