সোনভদ্র, ২ জুন (হি. স.) : উত্তর প্রদেশের বাবনি থানা এলাকার কোগা গ্রামের কাছে একই বাইকে আরোহী চারজন কালভার্ট থেকে নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়, এবং একজন গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বাবনি-সাঙ্গোবাঁধ সড়কে কঙ্গা গ্রামের কাছে ব্রিজের নিচে একটি ক্ষতিগ্রস্ত বাইক দেখতে পান গ্রামবাসীরা। গ্রামবাসীরা যখন সেতুর নিচে পৌঁছায় তখন তিনটি দেহ পড়ে ছিল। ১ জন গুরুতর জখম অবস্থায পাশে পড়ে ছিল। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে চারজনই মিছিলে যোগ দিতে চাউনা যাচ্ছিলেন। এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। বাবনী থানার পুলিশ দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য সগোবাদ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

