নয়াদিল্লি, ১ জুন (হি.স.): চলতি মাসেও গৃহস্থের রান্নার গ্যাসের দামে স্বস্তি পেলেন না সাধারণ মানুষ। তবে, জুন মাসের শুরুতেই বাণিজ্যিক সিলিন্ডারের দাম অনেকটাই কমেছে, একধাক্কায় কমানো হয়েছে ৮৩.৫০ টাকা। রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৭৭৩ টাকা।
দিল্লির পাশাপাশি দেশের অন্যত্রও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে। দাম কমার পর কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৮৭৫.০০ টাকা, মুম্বইয়ে ১,৭২৫ টাকা ও চেন্নাইয়ে ১,৯৩৭ টাকা। প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে বেশ কয়েকবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম ওঠানামামা করলেও, গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমেনি। এবারও গৃহস্থের রান্নার গ্যাসে কোনও পরিবর্তন হয়নি।