বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধর্মনগরে বৃক্ষরোপন কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, মে৷৷  আগামী পাঁচ জন বিশ্ব পরিবেশ দিবস৷ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ধর্মনগর বিক্রম ইনস্টিটিউশনে বৃহস্পতিবার বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়৷  ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন এর চত্বরে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ফলের গাছ লাগানো হয়৷ উপস্থিত ছিলেন বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রিন্সিপাল রঞ্জু শর্মা ,জেলা শিক্ষা আধিকারিক সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ছাত্ররা৷ প্রিন্সিপাল রঞ্জু শর্মা জানান ,আগামী ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  একটি ফলের চারা গাছ লাগানো হয়৷  ওই দিন বিদ্যালয় চত্বরে আম্রপল্লী থেকে শুরু করে বিভিন্ন রকমের ফলের গাছ, নিমগাছ লাগানো হবে৷