নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ ভারত বাংলা মৈত্রী সংসদের উদ্যোগে আগামীর তেশরা জুন থেকে রাজ্যে তিন দিনব্যাপী সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসবের আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে দেশ-বিদেশের মোট ৩৫ বিশিষ্ট কবি ও ব্যক্তি বর্গ উপস্থিত থাকবেন৷ রাজ্যে প্রথমবারের মতো ভারত বাংলা সংসদের উদ্যোগে সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসবের আয়োজন করা হয়েছে৷ উৎসবকে স্মরণীয় করে তোলার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান উদ্যোক্তারা৷ এদিন সাংবাদিক সম্মেলনে ভারত বাংলা মৈত্রী সংসদের কর্মকর্তারা জানিয়েছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,দ্বিজেন্দ্রলাল রায় ,রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম ,পল্লী কবি জসিম উদ্দিন এবং কবি সুকান্ত ভট্টাচার্য এই সাতজন কবিকে স্মরণ করার লক্ষ্যেই সপ্তকবি স্মরণাঞ্জলি উৎসবের আয়োজন করা হয়েছে৷ নয়াদিল্লি, কলকাতা, শান্তি নিকেতন ,চট্টগ্রাম, সিলেট ,ঢাকা সহ দেশের অন্যান্য স্থান থেকে ৩৫ জন বিশিষ্ট কবি এই উৎসবে অংশ নিচ্ছেন৷ আগামী তেশরা জুন বিকেল তিনটায় ভগত সিং যুবক আবাসে তিন দিন ব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী৷ এদিন সন্ধ্যায় ভগৎ সিং যুব আবাসে আয়োজিত সাংসৃকতিক অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত থাকবেন মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা৷ চৌঠা জন আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর হলে অনুষ্ঠিত হবে দেশ-বিদেশের কবিদের সংবর্ধনা অনুষ্ঠান৷ ৫ জুন মেলাঘর টাউন হলে অনুষ্ঠিত হবে সেমিনার৷ তিন দিন ব্যাপী এই উৎসবকে সাফল্য বণ্ডিত করার উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলের প্রতি আহবান জানানো হয়েছে৷
2023-06-01

