চোপড়া, ৩১ মে (হি.স.) : চা বাগানের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বুধবার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জুরিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন। তাদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিনয় কর্মকার ও অপূর্ব মণ্ডলের পরিবারের মধ্যে একটি কুলগাছ কাটা নিয়ে বচসা বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত পুরোনো বিবাদ ঘিরে তিক্ততা আগে থেকেই ছিল। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।