ঝাড়গ্রাম, ৩০ মে ( হি . স.) : নিজের বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম থানার আগুইবনী বাস স্ট্যান্ড এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম রজত বায়েন (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কয়েক দিন আগে তার স্ত্রী তাদের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছেন। যার ফলে রজত বায়েন বাড়িতে একাই ছিলেন। স্থানীয় মানুষজনেরা লক্ষ্য করেন দু তিনদিন ধরে রজত বাবু বাড়ির বাইরে বের হচ্ছিলেন না। এদিন সকালে স্থানীয় মানুষজন ও তার ভায়েরা এসে বাড়ির জানালা দিয়ে দেখেন বাড়ির জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপর বাড়ির দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে দেখেন মেঝেতে রজত বাবুর মৃতদেহ পড়ে রয়েছে। এরপর স্থানীয় মানুষজনেরা ঝাড়্গ্রাম থানার পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। জানা গিয়েছে রজত বায়েনেরা তিন ভাই। তাদের মধ্যে রজত বাবু সবার বড় ছিলেন। গত ১৫ বছর ধরে তারা প্রত্যেকে আলাদা আলাদা থাকেন। কেউ কারো পরিবারের সাথে যোগাযোগ রাখেননি। তবে কি ভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন ঝাড়গ্রাম থানার পুলিশ। এবিষয়ে মৃতার ভাই প্রসেনজিৎ বায়েন বলেন,” দাদা বাড়িতে একাই ছিলেন। দু তিনদিন ধরে বাড়ির বাইরে বের হচ্ছিলেন না। যার ফলে আমাদের সন্দেহ হয় কেন তিনি বাড়ির বাইরে বের হচ্ছেন না। তাই এদিন সকালে বাড়ির জানালা দিয়ে দেখি বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এবং দাদার মৃতদেহ মেঝেতে পড়ে রয়েছে। দাদার শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন রয়েছে। এই ঘটনা দেখে পুলিশকে খবর দেওয়া হয়।”
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান পুরানো শক্রুতা বা ডাকাতি করতে এসে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। এবিষয়ে ঝাড়্গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার ( হেড কোয়ার্টার) কল্যান সরকার বলেন,” বাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।”

