শ্রীনগর, ৩০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরে আগামী ২ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে কৃষকদের সমস্ত চাষবাসের ক্রিয়াকলাপ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীরে। এর পরে ৩-৮ জুনের মধ্যে প্রধানত শুষ্ক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৪.০ ডিগ্রি সেলসিয়াস, জম্মুতে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং লাদাখের লেহ-তে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.০ ডিগ্রি সেলসিয়াস।