পানিসাগর(ত্রিপুরা) ,৩০ মে (হি.স.): পাচারকালে ১২টি গবাদি পশু আটক করেছে দামছড়া থানার পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে বারো চাক্কার লরি থেকে ১২টি গবাদি পশু আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব।সাথে তিনজনকে আটক করা হয়েছে।
পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব জানিয়েছেন, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে সোমবার দামছড়া থানার ওসি রাজু ভৌমিকের কাছে খবর আসে মিজোরাম থেকে পানিসাগর হয়ে দামছড়ায় গবাদি পশু পাচার করা হবে।ওই খবরের ভিত্তিতে রাত আনুমানিক ১১ টা থেকে থানার আশেপাশের নাকা পয়েন্টে উত পেতে বসে থাকে পুলিশ।মঙ্গলবার ভোর চারটে নাগাদ এ এস ০১ এফ সি ০০৮৬ নম্বরের বারো চাকার লরিকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল।তল্লাশি চালিয়ে লরি থেকে ১২টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে।কিন্তু গাড়ির চালক ঘটনার আচঁ পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।তবে গাড়িতে থাকা তিন জন যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মেলাঘর থানাধীন ইন্দ্রনগর এলাকার বাসিন্দা লিটন মিঞা(৩০),সোনামুড়ার বাসিন্দা জামাল হোসেন (২৭), ও দামছড়ার বাসিন্দা আবদুল ফাতার(৩৪) কে আটক করা হয়েছে।পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে।