প্রধানমন্ত্রীর নয় বছর কার্যকালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি: বীরজিৎ সিনহা

আগরতলা ,৩০ মে (হি.স.): প্রধানমন্ত্রীর নয় বছর কার্যকালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি।এই নয় বছরে ত্রিপুরার জনগণ শুধু বঞ্চনার শিকার হয়েছেন।আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মোদীর নয় বছর কায্কালের বিরুদ্ধে এমটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা।সাথে তিনি যোগ করেন, মোদীর শাসনকালের নয় বছর পূর্তি হিসাবে বিজেপি সরকার যে উৎসবের প্রস্তুতি নিচ্ছে তার বিরুদ্ধে কংগ্রেস মানুষের দুঃখ -দুদর্শা তুলে ধরে নয়টি প্রশ্ন নিয়ে প্রচারে নামবে।

এদিন তিনি বলেন, কেন্দ্রে কংগ্রেসের সময়কালে ত্রিপুরার মানুষ সামাজিক ভাতা পেতেন।কিন্তু দেশে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরায় ৪৮ হাজার সাধারণ মানুষের সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।শূন্যপদ থাকা সত্ত্বেও ত্রিপুরার বেকার যুবক যুবতীরা চাকুরী পাচ্ছেননা।এগুলোর জবাব চাওয়া হলে মোদী সরকারের কাছে কোনো উত্তর নেই বলেন তিনি।

তারঁ দাবি, জাতীয় সড়ক ও রেল সম্প্রসারণ নিয়ে বর্তমান সরকার যে ঢাক পেটাচ্ছে তা সম্পন্ন ভুল তথ্যে।কংগ্রেসের শাসনকালে ত্রিপুরায় রেল পরিষেবা চালু, জাতীয় সড়ক, এম বি বি বিমানবন্দরে বিকল্প কৈলাসহরে হয়েছিল বিমানবন্দর করা হয়েছিল।কিন্তু আজ কৈলাসহরের বিমানবন্দর বর্তমান সরকারের গাফিলতির শিকার হয়ে পড়ে রয়েছে।

তারঁ কটাক্ষ, প্রধানমন্ত্রীর নয় বছর কার্য্কালে ত্রিপুরার কোনো উন্নয়ন হয়নি।এই নয় বছরে ত্রিপুরার জনগণকে শুধু শোষন করেছে, রাজ্যের জনগণ শুধু বঞ্চনার শিকার হয়েছেন।তাই মোদীর শাসনকালের নয় বছর পূর্তি হিসাবে যে উৎসবের প্রস্তুতি নিচ্ছে বিজেপি সরকার তার বিরুদ্ধে কংগ্রেস মানুষের দুঃখ -দুদর্শা তুলে ধরে নয়টি প্রশ্ন নিয়ে প্রচারে নামবে বলে জানান বীরজিৎ সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *