শ্রীনগর, ৩০ মে (হি.স.): জঙ্গিদের গুলিতে এক সার্কাস কর্মীর মৃত্যুর পর থেকেই থমথমে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ। সোমবার অনন্তনাগের জঙ্গল মাণ্ডির সরকারি মেডিক্যাল কলেজ চত্বরে জঙ্গি হানায় প্রাণ হারান দীপু নামে এক সার্কাস কর্মী। তাঁর বাড়ি উধমপুরে। জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করেছে। দীপুর মৃত্যুর পর থেকেই থমথমে অনন্তনাগ। পুলিশ জানিয়েছে, মামলা রুজু করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।
সোমবার সরকারি মেডিক্যাল কলেজের সামনে জঙ্গিদের গুলিতে গুলিবিদ্ধ হওয়া ওই যুবককে তড়িঘড়ি ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উল্লেখ্য, শ্রীনগরে জি-২০ বৈঠকের পর এই প্রথম জঙ্গিহানায় খুন হলেন কোনও সাধারণ নাগরিক।