এন্টালিতে ভয়াবহ আগুন; পুড়ে ছাই একটি গুদামঘর, কেউ হতাহত হননি

কলকাতা, ৩০ মে (হি.স.): কলকাতার এন্টালি এলাকার আগুন লাগল মুদিখানার গুদামঘরে। মঙ্গলবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। ক্রিস্টোফার রোডের ওই গুদামে ভোররাতে আগুন লাগে বলে জানা গিয়েছে। বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। গুদামটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় গোটা গুদামঘরটি।

ভোররাতে জ্বলা আগুন, ভোর পেরিয়ে সকালেও জ্বলতে দেখা যায়। এন্টালির ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই গুদামঘর পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার ভোররাত আড়াইটে নাগাদ ক্রিস্টোফার রোডে মুদিখানার গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন লাগার পরেই গুদামের ভিতর থেকে বিকট আওয়াজ শোনা যায়।