নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): দিল্লিতে ১৬ বছরের এক কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত সাহিলকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে হত্যা মামলার অভিযুক্ত সাহিলকে সোমবার উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে, দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রের খবর, ১৬ বছরের ওই কিশোরীকে কুপিয়ে খুন করে তার প্রেমিক। ওই কিশোরী উত্তর-পশ্চিম দিল্লির শাহবাদ ডেইরির জেজে কলোনির বাসিন্দা। ১৬ বছরের কিশোরীকে পাথর দিয়ে আঘাত করার আগে একাধিকবার ছুরি দিয়ে কোপায় সে। অভিযুক্ত সাহিলকে উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং ময়নাতদন্ত করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাকে ২০ বারের বেশি ছুরিকাঘাত করা হয়েছিল।