খুব শীঘ্ৰ উত্তর-পূর্বাঞ্চলের প্ৰত্যেক রাজ্যের রাজধানী ব্ৰডগজ রেল নেটওয়াৰ্কের সঙ্গে সংযুক্ত হবে : মোদী
নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : বৰ্তমান সরকারের আমলে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্ৰে ভারতের পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চল সৰ্বাধিক লাভান্বিত হয়েছে। পরিকাঠামো হচ্ছে কর্মসংস্থান তথা নিয়োগের সুযোগ এবং দ্ৰুত বিকাশের আধার। এতে দরিদ্ৰ, দলিত, পশ্চাদপদ, জনজাতীয় এবং সকল অংশের প্ৰত্যেক বঞ্চিত নাগরিকদের শক্তিশালী করে। বৈষম্যহীনভাবে সকলের জন্য পরিকাঠামো। এই পরিস্থিতিতে পরিকাঠামো নিৰ্মাণ হচ্ছে এক প্ৰকার প্ৰকৃত সামাজিক ন্যায়। এটা সত্যিকার অর্থে ধৰ্মনিরপেক্ষতা। বলেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসমের রাজধানী গুয়াহাটি রেল স্টেশনে উত্তর-পূর্বাঞ্চলের প্ৰথম বন্দে ভারত এক্সপ্ৰেসের শুভ যাত্রারম্ভ করে দিল্লি থেকে প্রদত্ত ভার্চুয়াল-ভাষণে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দিল্লি থেকে প্রদত্ত ভাষণে প্ৰধানমন্ত্ৰী বলেন, পূৰ্ববর্তী সরকারগুলি উত্তর-পূর্বাঞ্চলকে উন্নয়ন থেকে দূরে রেখেছিল। ক্ষমার অযোগ্য ওই অপরাধের জন্য উত্তর-পূর্বাঞ্চলকে ব্যাপক ক্ষতি বহন করতে হয়েছে। তিনি বলেন, গুয়াহাটিকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি সঙ্গে সংযোগকারী বন্দে ভারত এক্সপ্রেস ভ্ৰমণকালে প্ৰায় এক ঘণ্টা কম হবে। মাত্র ৫ ঘণ্টা ৩০ মিনিটে এই যাত্রা সম্পূৰ্ণ করবে বন্দে ভারত।
প্ৰধানমন্ত্ৰী বলেন, বিদ্যুৎ, পানীয় জল, টেলিফোন, মোবাইল এবং রেলওয়ের সুবিধা থেকে বঞ্চিত দেশের সৰ্ববৃহৎ এলাকা উত্তর-পূৰ্বাঞ্চলে বিদ্যমান। তাঁর সরকার সেবার অনুভূতির বলে কাজ করছে। আজ উত্তর-পূৰ্বাঞ্চলে রেল সংযোগের ক্ষেত্ৰে যথেষ্ট কাজ হয়েছে। মোদী বলেন, খুব শীঘ্ৰ উত্তর-পূর্বাঞ্চলের প্ৰত্যেক রাজ্যের রাজধানী ব্ৰডগজ রেল নেটওয়াৰ্কের সঙ্গে সংযুক্ত হবে।
আজ নতুন ১৮২ কিলমিটার বৈদ্যুতিকীকরণ সেকশন জাতির উদ্দেশ্যে উৎসর্গের পাশাপাশি অসমের লামডিঙে নবনির্মিত ডেমু ও মেমু শেডেরও উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এতে দ্ৰুতগতিতে ট্রেন চলাচলে সহায় হবে এবং ভ্ৰমণের সময় হ্ৰাস করার পাশাপাশি প্ৰদূষণ-মুক্ত পরিবহণের সুবিধা প্ৰদান হবে। বৈদ্যুতিক লাইনে মেঘালয়ে প্ৰবেশকারী ট্রেনগুলিকে সক্ষম করবে। লামডিঙে নিৰ্মিত ডিইএমইউ/মেমু শেড-এর সুবিধা বলে অঞ্চলে চলমান ডেমু রেকগুলি বজায় রাখায় সহায়ক হবে, যার ফলে উন্নত কাৰ্যকরী দক্ষতা প্ৰদান করবে।
রেলওয়ে সম্পৰ্কিত তাঁর সরকারের সাফল্য সম্পর্কে প্ৰধানমন্ত্ৰী বলেন, গত ৯ বছরে রেলওয়ের জন্য বাজেটে আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। উত্তর-পূৰ্বাঞ্চলের জন্য গড় রেল বাজেটে বরাদ্দ করে হয়েছিল প্ৰায় ২,৫০০ কোটি টাকা। তবে এবার উত্তর-পূর্বাঞ্চলের জন্য রেল বাজেটে প্ৰায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ‘এক স্টেশন, এক সামগ্ৰী’ প্রকল্পের অধীনে উত্তর-পূৰ্বাঞ্চলের রেল স্টেশনে স্টল স্থাপন করা হয়েছে। এগুলিতে ‘লোকাল ফর ভোকাল’-এর ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছেছে। এতে আমাদের স্থানীয় মৃৎশিল্পী, অন্য শিল্পী, ভাস্কৰ্য শিল্পী প্রভৃতি সহকৰ্মীদের এক নতুন বাজার প্ৰদান করেছে।
প্ৰধানমন্ত্ৰী মোদী বলেন, গত ৯ বছরে ভারতের অভূতপূৰ্ব সাফল্য এসেছে। আমরা একটি নতুন ভারত গড়ে তুলেছি। গত কাল দেশ স্বাধীন ভারতের সুন্দর ও আধুনিক সংসদ ভবন লাভ করেছে। এটি একটি এমন সংসদ যা ভারতের হাজার হাজার বছরের গণতান্ত্ৰিক ইতিহাসকে আমাদের সমৃদ্ধ গণতান্ত্ৰিক ভবিষ্যতের সঙ্গে সংযুক্ত করেছে।