নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে৷৷ রাষ্ট্রীয় কলা মঞ্চ কলেজ স্তরের ছাত্রীদের মেধা অন্বেষণের লক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে৷ এর অঙ্গ হিসেবে সোমবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল কলেজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে লুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে বিভিন্ন কলেজে প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার মহারাজ বীর বিক্রম মেমোরিয়াল কলেজে মেহেন্দি প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ কলেজের ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে৷ আয়োজকদের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে রয়েছে৷ প্রতিভা অন্বেষণের লক্ষ্যেই রাষ্ট্রীয় কলা মঞ্চের উদ্যোগে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ প্রতিযোগিতায় স্থান অধিকারীদের রাজ্য স্তরে ও জাতীয় স্তরে বিভিন্ন অনুষ্ঠানে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন৷ রাজ্যের সবকটির কলেজেই এ ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও তারা জানিয়েছেন৷
2023-05-29