বিক্ষোভকারীদের হেনস্থা ও গ্রেফতার অগণতান্ত্রিক, দাবি এসইউসিআই (সি)-র

কলকাতা, ২৯ মে (হি. স.) : কলকাতায় এসইউসিআই (কমিউনিস্ট)-এর পক্ষ থেকে রাজভবনের সামনে বিক্ষোভকারীদের হেনস্থা ও গ্রেফতার অত্যন্ত অগণতান্ত্রিক এবং নক্কারজনক বলে দাবি করলেন দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার ওই দলের তরফে এয়কথা জানিয়ে লেখা হয়েছে,

মহিলা কুস্তিবিদদের যৌন হেনস্থাকারী বিজেপি সাংসদ এবং কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ স্মরণ সিংয়ের গ্রেফতারের দাবিতে দিল্লির অবস্থান আন্দোলন থেকে চ্যাম্পিয়ন কুস্তিবিদ সাক্ষী মালিক সহ আন্দোলনকারীদের বর্বরোচিত আক্রমণ ও গ্রেফতার করা হয়, তার প্রতিবাদে আজ দলের
শতাধিক কর্মী সমর্থক এই বিক্ষোভে সামিল হন। পুলিশ মহিলা পুরুষ নির্বিশেষে আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। দুজন মহিলা কর্মীর পোশাক ছিঁড়ে দেয়। পাঁচজন আন্দোলনকারী গুরুতর জখম হয়।

২২ জন মহিলা কর্মী সহ ৪০ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে। কেন্দ্রের বিজেপি সরকারের পুলিশী অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদরত এসইউসিআই (কমিউনিস্ট)-র নেতাকর্মীদের উপর তৃণমূল সরকারের পুলিশ এভাবে ঝাঁপিয়ে পড়ে।”

শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করার জন্য দিল্লি পুলিশের ভূমিকার বিরুদ্ধে এবং ব্রিজ ভূষণ স্মরণ সিংহের গ্রেফতারের দাবিতে আন্দোলনের পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান চণ্ডীদাস ভট্টাচার্য। রাজ্যের প্রায় সমস্ত জেলায় এমন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *