গন্ডাছড়ায় স্কুল ক্রিকেটে জে বি পাড়ার দুর্দান্ত জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। গন্ডাছড়ায় আয়োজিত অনূর্ধ্ব ১৭ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এখন জমজমাট পর্যায়ে। আজ, সোমবারে অনুষ্ঠিত ম্যাচে জে বি পাড়া স্কুল দল ৬ উইকেটের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। হারিয়েছে জিএমসি দ্বাদশ শ্রেণি স্কুল দলকে। গন্ডাছড়া মাঠে ম্যাচ শুরুতে টস জিতে জিএনসি স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের খেলায় ১৬.২ ওভার খেলে ১১৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে সুদীপ বিশ্বাস সর্বাধিক ২৫ রান পায়। জে বি পাড়া স্কুল দলের বোলার রতিস দেববর্মা একাই ৪টি উইকেট তুলে নেয় ২০ রানের বিনিময়ে। এছাড়া, কৃমেষ দেববর্মা ও বিনন্দ রিয়াং তিনটি করে উইকেট পেয়েছে । জবাবে ব্যাট করতে নেমে জে বি পাড়া স্কুল দল ১২.৫ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে প্রীতেশ দেববর্মা ৩৬ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। তাছাড়া, মানবেন্দ্রর ১৬ রান উল্লেখ করার মতো। জিএনসি স্কুলের তুহিন বিশ্বাস দুটি উইকেট পায়।