সিডনি, ২৯ মে (হি.স.) : লন্ডনের ওভালে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্য সোমবার চূড়ান্ত দল ঘোষণা করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
এই দলে অধিনায়ক হিসেবে রয়েছেন ৩২ বছরের প্যাট কামিন্স, রয়েছেন স্কট বোল্যান্ড এবং মিচেল স্টার্কের মতো পেস বোলাররা। তবে আশ্চর্যজনকভাবে এই দলে স্থান পাননি অল রাউন্ডার মিচ মার্শ, ব্যাটার ম্যাথু মেনসো। তবে একটা সময় ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করিছেলন যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া দলে হয়তো স্থান না পেতে পারেন, কিন্তু না তাঁকে ১৫ জনের দলেই রেখে দিয়েছেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা।
ঘোষিত অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স অধিনায়ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামরন গ্রিন, মার্কাস হ্যারিস, হ্যাজালউড, ট্রাভিস হেড, জস লিঙ্গিস, উসমান খাওজা, মার্নাস লাবু সাঞ্চাগানে, নাথান লেওন, টড মার্ফি, স্টিভ স্মিথ, মিচেল স্ট্রেক এবং ডেভিড ওয়ার্নার।