BRAKING NEWS

মাইশূরে বাসের সঙ্গে ইনোভার মুখোমুখি সংঘর্ষে হত ১০ পর্যটক

বেঙ্গালুরু, ২৯ মে (হি.স.) : পাহাড় দেখা আর হল না। মাঝপথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারাতে হল ইনোভা গাড়ির ১০ পর্যটককে। বরাত জোরে বেঁচে গিয়েছেন ইনোভার এক আরোহী। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তার অবস্থাও আশঙ্কাজনক। নিহতরা সবাই বল্লারির বাসিন্দা।

সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইশূরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বল্লারি থেকে একটি পর্যটকের দল প্রথমে মাইশূরে পৌঁছন। সেকান থেকে একটি ইনোভা গাড়ি ভাড়া করে মালেমহাদেশ্বর পাহাড়ের উদ্দেশে রওনা হন। কিন্তু মাঝ পথে টি নরসিপুরার কাছে রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ইনোভা গাড়িটির। প্রচণ্ড জোরে সংঘর্ষ হওয়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন।

দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ। ইনোভা গাড়ির আরোহীদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *