শান্তিরবাজার, ২৮ মে (হি. স.) : বিজয়নগর সুকান্ত ক্লাব এলাকায় শনিবার গভীর রাতে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারপিট সংগঠিত হয় এই মারপিটের ফলে আহত দুই পরিবারের চারজন ।
বর্তমানে চিকিৎসাধীন তিন জন সাব্রুম মহকুমা হাসপাতালে এর মধ্যে একজন এর অবস্থা আশঙ্কা জনক থাকায় তাকে রেফার করা হয়েছে আগরতলা জিবি হাসপাতাল। আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন শুক লাল দাস নামে ওই ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়।