মুম্বাই, ২৮ মে(হি.স.): আজ আইপিএলের ফাইনাল ম্যাচে মুখোমুখি চেন্নাই ও গুজরাট। এই ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন, জেনে নিন সেগুলি।
মহেন্দ্র সিং ধোনি:
আজ, ১১তম আইপিএল ফাইনাল খেলতে নামবেন মহেন্দ্র সিং ধোনি। এটা তার কেরিয়ারের ২৫০তম ম্যাচ। আইপিএলে ৩৫০টি চারের রেকর্ড করার জন্য মহেন্দ্র সিং ধোনির চাই আর ১টি চার। আর এই লিগের ফাইনালে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী হওয়ার জন্য ধোনির প্রয়োজন ৭০ রান।
রবীন্দ্র জাডেজা:
আইপিএলে ছক্কার সেঞ্চুরি করার জন্য জাডেজার দরকার আর ২টি ছয়। এর পাশাপাশি আইপিএলে ২০০টি চারের রেকর্ড
করার জন্য জাডেজাকে এখনও ৮টি চার মারতে হবে।
অম্বাতি রায়ডু:
টি-২০ ক্রিকেটে ৫০০টি চারের রেকর্ড করতে হলে অম্বাতি রায়ডুকে আর ৪টি চার মারতে হবে।
অজিঙ্ক রাহানে:
টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার জন্য অজিঙ্ক রাহানের চাই ৬১ রান। আর আইপিএলে ছক্কার সেঞ্চুরি করার জন্য রাহানের চাই আর ৬টি ছয়।
দীপক চাহার:
টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড থেকে ১টি উইকেট দূরে রয়েছেন দীপক চাহার।
ডেভন কনওয়ে:
আইপিএলে চারের সেঞ্চুরি করার জন্য ডেভন কনওয়েকে আজ ৫টি বাউন্ডারি মারতে হবে।
শুভমন গিল:
গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি ছক্কার রেকর্ড পূর্ণ করা থেকে ৬টি ছয় দূরে রয়েছেন শুভমন গিল। আইপিএলের ইতিহাসে ৯০০ রান করা দ্বিতীয় ক্রিকেটার হওয়ার জন্য শুভমন গিলের প্রয়োজন আর ৪৯ রান। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার হতে গেলে গিলকে আজ ১২৩ রান করতে হবে।
হার্দিক পান্ডিয়া:
টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁতে হলে হার্দিকের প্রয়োজন আর ২টি উইকেট।
মহম্মদ সামি:
গুজরাট টাইটান্সের হয়ে ৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করার জন্য মহম্মদ সামির প্রয়োজন ২টি উইকেট।
আলজারি জোসেফ:
টি-২০ ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার জন্য চাই আর ১টি উইকেট।
মোহিত শর্মা:
আইপিএল কেরিয়ারের ১০০তম ম্যাচে খেলতে নামছেন মোহিত শর্মা। আর টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেট পেতে আর ৩টি উইকেট দূরে রয়েছেন মোহিত।
রশিদ খান:
গুজরাট টাইটান্সের হয়ে উইকেটের হাফসেঞ্চুরি করার জন্য রশিদ খানের আর ৪টি উইকেট দরকার।