BRAKING NEWS

সোনারপুর থেকেই সওকাত মোল্লা, ফিরদৌসিদের চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী

সোনারপুর, ২৮ মে (হি.স.) : সোনারপুরের উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের সম্পত্তি রকেটের থেকেও বেশি দ্রুত গতিতে বেড়েই চলেছে। সোনারপুরে একাধিক বেনামি সম্পত্তি কিনেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা। কার্যত সাক্ষ্য প্রমাণ হাতে নিয়ে এভাবেই রবিবার সন্ধ্যায় তৃণমূলের বিধায়কদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলি মৈত্রকেও একের পর এক বাক্য বাণে বেঁধেন শুভেন্দু। এই এলাকার প্রাক্তন বিধায়ক তৃণমূলের জীবন মুখোপাধ্যায়কে পরিকল্পনা করে সরিয়ে দেওয়ার পিছনেও লাভলির হাত রয়েছে বলে দাবি করেন শুভেন্দু।

রবিবার বিকেলে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর কদমতলা এলাকা থেকে একটি পদযাত্রা করেন শুভেন্দু। পদযাত্রা শেষ হয় সোনারপুর স্টেশান সংলগ্ন বাসস্ট্যান্ডে। সেখানেই আয়োজিত প্রতিবাদ সভায় এভাবেই শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে আক্রমনাত্মক বার্তা দেন বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি সোনারপুর এলাকায় বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যেভাবে বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে এলাকার তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদেরকে সাবধান করেন শুভেন্দু। আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দেন তিনি।

এসবের পাশাপাশি এদিন তিনি সিপিএম এবং কংগ্রেসকে নিয়ে ও কটাক্ষ করেন। গত পরপর দুটি বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস কার্যত তৃণমূলের সাথে গোপন আঁতাত করেছে, সেই কারণে বিরোধী দলের আসনে তাঁরা বসলেও সেভাবে কোন প্রতিবাদ হয়নি বলে এই দুই দল সম্পর্কেও কটাক্ষ করেন শুভেন্দু।

এসব ছাড়াও চিরাচরিত নিজের স্বভাবসিদ্ধ ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও একের পর এক মন্তব্য করেন বিরোধী দলনেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীত্ব থেকে ক্ষমতাচ্যুত করবেন বলে আরও একবার চ্যালেঞ্জ করেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *