দিল্লির সৌন্দর্য বাড়িয়েছে প্রধানমন্ত্রী যাদুঘর, ১০১ তম ‘মন কি বাত’-এ নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৮ মে (হি. স.) দেশের সমস্ত প্রধানমন্ত্রীদের উত্সর্গ করা পিএম মিউজিয়াম জাতীয় রাজধানীতে বাড়তি সৌন্দর্য যোগ করছে । রবিবার ১০১ তম ‘মন কি বাত’-এ একাধিক মিউজিয়ামের কথা উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর এদিনের ‘মন কি বাত’-এ উঠে আসে একাধিক মিউজিয়ামের কথা । তিনি বলেন, “গুরুগ্রামে একটি অনন্য যাদুঘর রয়েছে – মিউজও ক্যামেরা। ১৮৬০ সালের পর থেকে তৈরি ৮ হাজারেরও বেশি ক্যামেরার সংগ্রহ রয়েছে এখানে। তামিলনাড়ুর মিউজিয়াম অব পসিবিলিটিস আমাদের বিশএষভাবে সক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে নকশা করা হয়েছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহালয় এমন একটি জাদুঘর, যেখানে ৭০ হাজারেরও বেশি জিনিস সংরক্ষণ করা হয়েছে।”
এদিনের ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেন, “২০১০ সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান মেমোরি প্রজেক্ট হল এক ধরনের অনলাইন মিউজিয়াম। এটি সারা বিশ্ব থেকে পাঠানো ছবি এবং গল্পের মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাসের লিঙ্কগুলিকে সংযুক্ত করে। দেশভাগের ভয়াবহতার সঙ্গে জড়িত স্মৃতিগুলিও সামনে আনার চেষ্টা করা হয়েছে।”
গত কয়েক বছরেও, আমরা ভারতে নতুন ধরণের যাদুঘর এবং স্মৃতিসৌধ তৈরি হতে দেখেছি। স্বাধীনতা সংগ্রামে আদিবাসী ভাই-বোনদের অবদানের জন্য নিবেদিত দশটি নতুন যাদুঘর স্থাপন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *