ভাদেরওয়াহ, ২৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় প্রবল বৃষ্টির কারণে ভেঙে পড়ল একটি বাড়ি। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ ভাইয়ের, ওই পরিবারের আরও দু’জন সদস্য গুরুতর আহত হয়েছেন। মৃত ৩ ভাই দৃষ্টি প্রতিবন্ধী ছিল। শুক্রবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। কিশতওয়ার সিনিয়র পুলিশ সুপার খালিল পোসওয়াল বলেছেন, শুক্রবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে নাগসেনি ব্লকের পুল্লার পঞ্চায়েতের অজনা গ্রামে। দুই কক্ষের মাঠির ঘরে ঘুমিয়ে ছিলেন একই পরিবারের ৫ জন সদস্য।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃষ্টির কারণে মাটির বাড়িটি ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ৩ ভাইয়ের, ওই আরও দু’জন সদস্য গুরুতর আহত হয়েছেন। মৃতদের নাম-রবীন্দর কুমার (৩২), রাজেশ কুমার (৩০) ও সজ্জন কুমার (২৮)।