ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ মে।।সুপার ফোরের প্রথম ম্যাচ আগামীকাল। তাতে মুখোমুখি হবে শান্তি নিকেতন সঙ্ঘ এবং ইয়ং ব্লাড ক্লাব। ঘাঘরাছড়া স্কুল মাঠে হবে ম্যাচটি। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে। আসরের শেষ চারে উঠেছে শান্তি নিকেতন সঙ্ঘ, ইয়ং ব্লাড ক্লাব, আইতরমা এবং তরুণ সঙ্ঘ। সবকটি দলই খেতাব জয়ের জন্য জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে মহকুমা ক্রিকেট সংস্থা সূত্রে জানা গেছে।
2023-05-27

