পাটনা, ২৭ মে (হি.স.): নতুন সংসদ ভবন তৈরি করা নিয়ে প্রশ্ন তুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর মতে, আগের সংসদ ভবনই ঐতিহাসিক। রবিবার নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে শনিবার নীতীশ কুমার বলেছেন, “নতুন সংসদের কী দরকার ছিল? আগের ভবনটি ছিল একটি ঐতিহাসিক ভবন।”
শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার আরও বলেছেন, “আমি বারবার বলেছি, ক্ষমতাসীন মানুষ এদেশের ইতিহাস পাল্টে দেবে। শনিবার নীতি আয়োগ বৈঠক এবং রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনে যোগ দেওয়ার কোনও অর্থ ছিল না।”