বিশ্রামগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷  চলন্ত গাড়ি থেকে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বাস গাড়ি চালকের৷ ঘটনা বিশ্রামগঞ্জ এর ছেচড়ীমাই এলাকায়৷  শনিবার বিশ্রামগঞ্জ এর ছেচড়ীমাই এলাকায়  চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক চালকের৷ জানা যায় ওই গাড়ির চালক গত কয়েকদিন ধরেই অসুস্থ৷ অসুস্থতার কারণে সে গাড়ি চালাচ্ছিল না৷ গাড়ির মালিক নিজেই গাড়ি চালাচ্ছিল৷ গাড়ির চালক দরজায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল৷ চলন্ত গাড়ি থেকে হঠাৎ নিচে পড়ে যায়৷ তাতে সে গুরুতরভাবে আহত হয়৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবি ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷ গাড়ি থেকে পরে চালকের মৃত্যুর সং বাদে মোটর শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷