নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ শনিবার সাইক্লোলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেল এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এক সাইকেল রেলি অনুষ্ঠিত হয়৷জনস্বাস্থ্য এবং পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষার লক্ষ্যে শনিবার সাইক্লোলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেল এর উদ্যোগে আগরতলা শহরে এক বাইসাইকেল রেলি সংঘটিত করা হয়৷ রেলির উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে ড সন্দীপ দাস জানান, দেশে এবং আমাদের রাজ্যে যানবাহনের সংখ্যা অত্যধিক পরিমাণে বেড়ে গেছে৷ একজন লোক অফিসে যাওয়ার জন্য ব্যক্তিগত একটি গাড়ির ব্যবহার করছেন৷ প্রায় প্রতি ঘরে ঘরে বাইক এবং গাড়ি রয়েছে৷ এর ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে৷ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করা এবং জনস্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে বাইসাইকেল চালানো খুবই উপকারী বলে ফাউন্ডেশন এর কর্মকর্তা ডঃ সন্দীপ দাস জানিয়েছেন৷ সে কারণেই প্রত্যেককে বাইসাইকেল চালানোর জন্য ফাউন্ডেশন এর তরফ থেকে আবেদন জানানো হয়েছে৷
2023-05-27

