শ্রীনগর, ২৬ মে (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় ভয়াবহ আগুনে পুড়ে গেল দু’টি বাড়ি। শুক্রবার সকালে বারামুল্লা জেলার কালান্তরা পায়েন এলাকায় অবস্থিত দু’টি বাড়িতে আগুন লাগে। প্রথমে একটি বাড়িতে আগুন লাগে, সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে। দু’টি বাড়ি আগুনের লেলিহান শিখায় পুড়ে যায়।
দমকল সূত্রের খবর, শুক্রবার সকাল ৫.১০ মিনিট নাগাদ একটি বাড়িতে আগুন লাগে। দমকল পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পত্তির ন্যূনতম ক্ষতির সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কীভাবে আগুন লাগল, তা দমকল কর্মীরা তদন্ত করে দেখছেন।