ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। শান্তির বাজারেও ব্যাপক সাড়া ব্যাটার্স এবং উইকেট কিপার অন্বেষণে আয়োজিত ওপেন ট্রায়াল ক্যাম্পে। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটাররা আজ বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। আগামীকাল ওপেন ট্রায়ালের দ্বিতীয় দিনে অনূর্ধ্ব ১৯ ইচ্ছুক ব্যাটার্স ও উইকেট কিপাররা সামিল হবে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে দুদিন ব্যাপী ক্রিকেটার তথা ব্যাটার্স ও উইকেট কিপার অন্বেষণে ওপেন ট্রায়াল আজ শুরু হয়েছে। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে স্পটার তথা প্রাক্তন জাতীয় খেলোয়াড় নীতিশ শেট্টি, সুবল চৌধুরী, অনুপম দে-র তত্ত্বাবধানে এবং কো-অর্ডিনেটর খোকন দেব ও প্রদীপ মিত্র এবং স্পোর্টস ফিজিও সোহাগ চন্দ্র সাহার উপস্থিতিতে ২০২৩-২৪ ক্রিকেট সিজনে ত্রিপুরা দলের হয়ে জাতীয় ক্রিকেট খেলার লক্ষ্যে প্রতিভাবান খেলোয়াড়রা ওপেন ট্রায়ালে উপস্থিত হচ্ছে। ইতোমধ্যে ধর্মনগরেও দুদিন ব্যাপী এই ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এদিকে, অবিভক্ত দক্ষিণ জোন তথা উদয়পুর, অমরপুর, বিলোনিয়া, সাব্রুম ও শান্তিরবাজার মহকুমার ব্যাটার্স ও উইকেট কিপাররা এই ওপেন ট্রায়ালে অংশ নিচ্ছে। টিসিএ-র গাইডলাইন অনুযায়ী কিউ.আর জেনারেটেড বার্থ সার্টিফিকেট অরিজিনাল এবং একটি ফটোকপি খেলোয়াড়রা নিয়ে এসেছে। কিউ.আর জেনারেটেড বার্থ সার্টিফিকেট যাদের নেই, তারা সাধারন বার্থ সার্টিফিকেট জমা দিয়েছে, তবে বাছাইকৃত হওয়ার ১৪ দিনের মধ্যে কিউ.আর জেনারেটেড বার্থ সার্টিফিকেট টিসিএ অফিসে জমা করতে হবে। অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের ক্ষেত্রে জন্ম তারিখের নির্দেশিকা ১-৯-২০০৭ এবং ১-৯-২০০৯ এর মধ্যে। একইভাবে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ১-৯-২০০৪ এবং তার পরে। আগামীকাল যারা উপস্থিত হবে তাদেরও সাদা পোশাকে মাঠে উপস্থিত হতে হবে। সঙ্গে অবশ্যই স্ব-প্রত্যয়িত মেডিকেল ফিটনেস জমা করতে হবে। এজন্য নির্দিষ্ট ফর্ম মাঠেই সরবরাহ করা হবে। এছাড়া, আগের ওপেন ট্রায়েলের মাধ্যমে যে সকল পেস ও স্পিন বোলাররা ইতিমধ্যে বাছাইকৃত হয়েছে, তারাও যথারীতি এই ওপেন ট্রায়ালে উপস্থিত থাকছে। শান্তিরবাজার সাব ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সিলেকশন ট্রায়াল উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2023-05-26