বেঙ্গালুরু, ২৬ মে (হি.স.): নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস প্রধান এইচ ডি দেবেগৌড়া। আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জেডিএস-কে সমালোচনা করেছে কংগ্রেস। পাল্টা কংগ্রেসকে আক্রমণ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী। শুক্রবার কুমারস্বামী বলেছেন, জেডিএস কংগ্রেসের দাস নয়।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এদিন বলেছেন, “নতুন সংসদ ভবন রাষ্ট্রপতির দ্বারা উদ্বোধন করা উচিত… এইচ ডি কুমারস্বামীর ভুলে যাওয়া উচিত নয় যে যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, তখন তাদের দল দেশের রাষ্ট্রপতির জন্য ভোট বয়কট করেছিল।
পাল্টা কুমারস্বামী বলেছেন, “আমরা কংগ্রেসের দাস নই এবং নিজেদের সিদ্ধান্ত নিজেই নেব। কেন আমাদের কংগ্রেসকে অনুসরণ করতে হবে?”

