মুম্বই, ২৬ মে (হি.স.): নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন উদ্ধব ঠাকরের শিবিরের নেতা সঞ্জয় রাউত। শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিরোধীরা কেন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “রাষ্ট্রপতি এবং সংবিধানের প্রতি শ্রদ্ধার বিষয় এটি… রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি প্রাক্তন রাষ্ট্রপতিকেও আমন্ত্রণ জানানো হয়নি, কেন?
সঞ্জয় রাউত এরপর যোগ করেছেন, সংসদ ভবনের উদ্বোধন কোনও দলীয় কর্মসূচি নয়। উল্লেখ্য, আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা চাইছে, রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হোক নতুন সংসদ ভবন। আর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।