বাড়ি ভাড়া নিয়ে শ্বাসরোধ করে ’স্ত্রী’-কে খুন, পলাতক ‘স্বামী’

পূর্ব বর্ধমান, ২৬ মে (হি. স.) : কাটোয়ার দশ নম্বর ওয়ার্ডের পাল পাড়া এলাকায় একটি বাড়িতে শুক্রবার সকালে এক মহিলার মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ওই মহিলাকে তাঁর ‘স্বামী’ খুন করে পালিয়েছে। তবে, পলাতক ব্যক্তি মৃতার স্বামী নাকি অন্য কোনও সম্পর্কের, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ভাড়া নিতে এসেছিলেন ঝন্টু পণ্ডিত ও সুমিত্রা পণ্ডিত নামে এক দম্পতি। পালপাড়ায় ঝন্টুর এক পরিচিত তাঁর পাশের বাড়ি গোপাল কোঙারের বাড়িতে নিয়ে যান। তিনি তাঁদের পরিচয় দেন স্বামী-স্ত্রীর। বাড়ির মালিক গোপাল ঝন্টুর কাছ থেকে প্রমাণ স্বরূপ প্যানকার্ডের জেরক্স নেন।
এরপর ঝন্টু আত্মীয়র বাড়ি চলে যায় বলে জানা যায়। রাত ১০টা নাগাদ আত্মীয়র বাড়ি থেকে ফিরে আসেন ভাড়া বাড়িতে। শুক্রবার সকালে ৯টা বেজে গেলেও ঘর থেকে কাউকে বেরোতে না দেখে বাড়ির মালিক দরজার সামনে গিয়ে দেখেন দরজার বাইরে থেকে শিকল দেওয়া। তা খুলতেই মালিকের চক্ষু চড়ক গাছ।
গোপালবাবু দেখেন, মাটিতেই পড়ে ঝন্টুর স্ত্রী সুমিত্রা পণ্ডিতের দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, গলায় ফাঁস দিয়েই খুন করা হয়েছে সুমিত্রাকে। বাড়ির মালিকসহ এলাকাবাসীদের দাবি, তাঁর স্বামী ঝন্টু খুন করে পালিয়ে গিয়েছে। ঘটনার পরই বাড়ির মালিক কাটোয়া থানার পুলিশকে খবর দেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশ বাড়ির মালিক-সহ ঝন্টুর পরিচিত ওই ব্যক্তিকে আটক করেছে। পুলিশের অনুমান, পরিকল্পনা করে খুন করা হয়েছে সুমিত্রাকে। পাশাপাশি সুমিত্রা ঝন্টুর স্ত্রী কিনা বা তাঁর অন্য কোনও সম্পর্ক আছে, তা খতিয়ে দেখছে।