জলপাইগুড়ি, ২৬ মে (হি. স.) : জলপাইগুড়িতে শুক্রবার ঘর থেকে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম আশা সাহা। এই ঘটনার পর মৃতের পরিবার তরফে কোতওয়ালি থানায় এক যুবকের নামে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কোতওয়ালি থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই ছাত্রীর সঙ্গে অনেক দিন থেকেই এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফেল করলে আর প্রেমের সম্পর্ক থাকবে না, প্রেমিক তাঁকে এমন হুঁশিয়ারি দিয়েছিল। সেই কারণেই পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই পড়ুয়া, এমনটাই অভিযোগ।
অভিযোগ, গত ১৫ -২০ দিন থেকেই ওই যুব আশাকে বলে আসছিল পরীক্ষার ফেল করলে তাদের সম্পর্ক আর থাকবে না। উচ্চমাধ্যমিকের ফল বেরনোর পর মেয়ের মোবাইল ঘেঁটে এমন তথ্যই পাওয়া গিয়েছে বলে পরিবারের দাবি।
ছাত্রীর কাকা চন্দন সাহা এই প্রসঙ্গে বলেন, ‘আমরা এই সম্পর্কে কিছু জানতাম না। ফল বেরনোর পর পরবর্তী সময়ে মোবাইল থেকে যাবতীয় তথ্য পাওয়া যায়।’ মৃত ছাত্রীর বাবা নন্দ সাহা বলেন, ‘যে ছেলেটি আমার মেয়ের সঙ্গে এই কাজ করেছে, সেটা যাতে অন্য কোনও মেয়ের সঙ্গে করতে না পারে। সেই কারণেই আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। দোষীর শাস্তি চাই।’

