সমাজকল্যাণ দপ্তরে ডেপুটেশন ও স্মারকলিপি দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে৷৷ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে যাদের বয়স ৬০ বছর অতিক্রান্ত হয়েছে তাদেরকে আগামী ৩০মের পর থেকে কাজ করতে দেওয়া হবে না বলে সরকারি যে সার্কুলার জারি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা সমাজ কল্যাণ দপ্তরের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷ আগামী ৩০ মেয়ের পর থেকে ৬০ বছরের বেশি বয়সী অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতে পারবেন না৷ এব্যাপারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট সকলের কাছে লিখিতভাবে নোটিশ পাঠানো হয়েছে৷ এ ধরনের নোটিশ পাওয়ার পর ৬০ বছর উর্ধ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ কেননা তারা ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন বলে আশাবাদী ছিলেন৷ আচমকা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করার যে সার্কুলার জারি করা হয়েছে তাতে তাদের মাথায় বাজ পড়ার উপক্রম৷ উদ্ভূত পরিস্থিতিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা শুক্রবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে তাদেরকে সাবস্টিটিউট স্টাফ হিসেবে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেত্রীরা জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের বিয়ে হয়নি আবার কারোর স্বামী সন্তান নেই৷ তারা ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন আশা করেই কাজ চালিয়ে যাচ্ছিলেন৷ তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল এই কাজ৷ হঠাৎ করে সরকারের তরফ থেকে যে সার্কুলার জারি করা হয়েছে তাতে তারা অসহায় হয়ে পড়েছে৷ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরকালীন ভাতা এবং গ্র্যাচুয়েটি প্রদানের জন্য তারা দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *