আগরতলা, ২৫ মে (হি.স.) : এক মাসের মধ্যে আই জি এম হাসপাতালে স্পাইন সার্জারি শুরু হবে। বৃহস্পতিবার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে একথা জানালেন প্রাক্তন বিধায়ক তথা সমিতির চেয়ারম্যান ডা. দিলীপ দাস।
এদিন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে কী কী উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী দিনে নতুন করে কী কাজ হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তাঁর দাবি, আইজিএম হাসপাতালে আসা রোগীদের স্বার্থে উন্নয়ন মূলক কাজ হচ্ছে।খুব শীঘ্রই হাসপাতালে স্পাইন সার্জারি শুরু করা হবে। আগামী এক মাসের মধ্যে স্পাইন সার্জারি পরিষেবা রোগীদের দিতে শয্যার ব্যবস্থা সহ স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে।
তিনি এদিন বলেন, হাসপাতালে ডায়ালাইসিস রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিভাবে রোগীর শয্যা বাড়ানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে।