আগরতলা, ২৫ মে।। তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আজ রাজ্যে ফিরেই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং সদস্যরা রাজ্যপালের সাথে সাক্ষাত করবেন জানিয়েছিলেন। কিন্তু, অসুস্থতার কারণে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্যের সাথে সাক্ষাতের সময় পাননি তাঁরা। ফলে, তাঁরা রাজভবনের সম্মুখে ধর্ণা প্রদর্শন করবেন, এমনই আশঙ্কায় ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছে রাজ্যপালের সচিবালয়। রাজ্যপালের উপ সচিব সুরেশ চন্দ্র জমাতিয়া রাজ্য পুলিশের মহা নির্দেশকের কাছে চিঠিতে শুক্রবার রাজভবনে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে উল্লেখ রয়েছে, শুক্রবার বেলা বারোটায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য এবং সদস্যরা সময় চেয়েছিলেন। কিন্তু রাজ্যপাল অসুস্থ থাকার কারণে সেই সাক্ষাৎ বাতিল করা হয়েছে। এই বিষয়টি এডিসির অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সম্ভাবনা রয়েছে রাজভবনের সামনে তাঁরা ধর্ণায় বসবেন। তাই, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার জন্য চিঠি পাঠিয়েছেন।
2023-05-25