বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর, আহত আরও দুই


আগরতলা, ২৫ মে (হি.স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ মাসের গর্ভবতী বধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন। কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকায় ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, কলমচৌড়া থানাধীন পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জোয়েল মিঞার স্ত্রী জ্যোৎস্মা বেগম সকালে স্নান সেরে বাড়ির উঠানে কাপড় শুকাতে গিয়েছিলেন। তখনই আচমকা তিনি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসেন। তাঁর চিৎকার শুনে শ্বশুর হরন মিঞা ছুটে যান। কিন্তু পুত্রবধূকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যান। তাঁদের চিৎকার শুনে স্থানীয় যুবক সাগর মিঞা বাঁচাতে এগিয়ে যান। দূর্ভাগ্যের বিষয় হল, তখন বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে গায়ে তাঁর শরীরে লেগে যায়। তাতে গুরতর আহত হয়েছেন ওই যুবক।

পরবর্তী সময়ে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে আহত তিন জনকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জ্যোৎস্মা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। হরন মিঞা বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীনে আছেন। সাগর মিঞার অবস্থা আশঙ্কা জনক দেখে চিকিৎসক তাঁকে হাপানিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *