মহারাজগঞ্জ বাজারে নেশা সামগ্রী সহ আটক এক ব্যক্তি


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মহারাজগঞ্জ বাজারস্থিত লালমাটিয়া বিপনী বিতানের ব্যবসায়ীরা ড্রাগসহ সুলভ শৌচালয়ের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন৷ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার নাম সুনীল ঘোষ৷ বাড়ি আড়ালিয়া এলাকায়৷রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার স্থিত লালমাটিয়া বিপনি বিতানের শৌচাগার পরিচালনার দায়িত্বে থাকা এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই নেশা সামগ্রী ব্যবসা চালিয়ে যাচ্ছিল৷ ব্রাউন সুগার সহ অন্যান্য নেশা সামগ্রী তার হেফাজতে মজুদ রেখে বিক্রি করতে বলে অভিযোগ৷ বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারসিত লালমাটিয়া বিপনী বিতানের ব্যবসায়ীরা তাকে হাতেনাতে আটক করেন৷ তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করেছেন ব্যবসায়ীরা৷ জানা যায় সে শাসকদলের দোয়াই দিয়ে দীর্ঘদিন ধরে এখানে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছিল৷ তাতে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছিল৷ সে কারণেই এলাকার সচেতন ব্যবসায়ীরা তাকে নেশা সামগ্রী সহ বৃহস্পতিবার হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন৷ তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷