নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): কেন্দ্রীয় কয়লা মন্ত্রক বাণিজ্যিক কয়লা খনিগুলির চলতি সপ্তম দফার নিলামের সময়সীমা আগামী মাসের ২৭ তারিখ পর্যন্ত বাড়িয়েছে। এর আগে এই নিলামের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ মে। নিলামে বড় সংখ্যক অংশগ্রহণকারীদের সময়সীমা বৃদ্ধির আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে কয়লা মন্ত্রক সূত্রে খবর। কয়লা মন্ত্রকের এই সিদ্ধান্তের ফলে আরও বেশি সময় পাবেন নিলামে অংশগ্রহণকারীরা।
বছরে ৫৪ কোটি টন কয়লা উত্তোলনের ক্ষমতা রয়েছে এমন ১৩৩টি খনি, এ পর্যন্ত নির্দিষ্ট করেছে মন্ত্রক। চলতি আর্থিক বছরে এ মাসের ২২ তারিখ পর্যন্ত বাণিজ্যিক কয়লা উৎপাদন গত বছরের তুলনায় ১০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।