করিমগঞ্জ (অসম) ২৫ মে (হি.স.) : কাজী নজরুল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতি সকাল ৮টায় শম্ভু সাগর উদ্যানে অবস্থিত কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন শহর সমিতির সভাপতি সৌমিত্র পাল, সম্পাদক নিলোজ দাস ।
নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হবে চারণিক পরিবারের তরফ থেকে। সকালে শম্ভুসাগর পার্কে নজরুলমূর্তীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় চারণিক কার্যালয়ে সান্ধ্যকালিন অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে সমবেত নৃত্য ও সংগীত পরিবেশন করবেন গীতবিথি সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্রীরা এবং অভিভাবকরা। এছাড়া থাকবে চারণিকের সমবেত সংগীত,একক সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা এবং আমন্ত্রিত শিল্পীদের অনুষ্ঠান। সংস্কৃতিপ্রেমীদের সাদর আমন্ত্রণ জানানো হয় চারণিকের পক্ষ থেকে।