রাঁচি (ঝাড়খণ্ড), ২৪ মে (হি.স.) : বুধবার রাঁচি বিমানবন্দর থেকে বিরসা চক পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখানে তিনি বিরসার মূর্তির প্রতি মালা দিয়ে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। রাষ্ট্রপতি করমর্দন করে সেখানে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন। এরপর তিনি আলবার্ট একা চকে অবস্থিত পরমবীর চক্র বিজয়ী ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে রাজভবনে পৌঁছলে রাজ্যপাল ও সরকারি অধিকারিকরা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

