ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি সদর এ.এম.সি. কমিটির উদ্যোগে  বুধবার  একস্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি সদর এএমসি কমিটি সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে বুধবার এক রক্তদান শিবির সংঘটিত করেছে৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ পৌরোহিত্য করেন  কনভেনার প্রদীপ চন্দ,  ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন  কমিটি৷ এদিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান মহৎ দান৷ রক্তদানের মধ্য দিয়ে মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় মিলে৷ এটি একটি অন্যতম মানবিক কাজ৷ মেয়র বলেন জনসংখ্যার দিক দিয়ে ত্রিপুরা অনেকটা কম হলেও রক্তদানে উল্লেখযোগ্য স্থানে রয়েছে আমাদের এই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরা৷ এই গর্ব রাজ্য সরকারের নয় বরং এই রাজ্যের সচেতন নাগরিকদের৷ প্রসঙ্গক্রমে মেয়র বলেন বিগত বিধানসভা নির্বাচনের কারণে রাজ্যে রক্তদানের প্রবণতা কিছুটা কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী নিজে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল স্তরের জনগণের কাছে রক্তদানে এগিয়ে আসার আবেদন জানিয়েছিলেন৷ সেই আবেদনের ব্যাপক সাড়া মিলেছে৷ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতিও এই আহবানে সাড়া দিয়ে বুধবার রক্তদান শিবির সংঘটিত করেছে৷ এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন৷ এদিন মেয়র প্রসঙ্গেক্রমে আরো বলেন আমাদের দেশ ও গোটা বিশ্ব বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর হয়েছে৷ কিন্তু রক্তদানের বিকল্প এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি৷ একমাত্র মানুষই পারেন রক্তদানের মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে৷ তিনি বলেন রক্তদানের মাধ্যমে ধর্ম বর্ণ সংকীর্ণতা ধুয়ে মুছে একাকার করে দেওয়া সম্ভব৷