কলকাতা, ২৪ মে (হি.স.) : ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়ালকে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। বুধবার তিনি বলেন, কংগ্রেসকে বাদ দিয়ে মমতা এবং কেজরিওয়ালের জোট শিবহীন যজ্ঞ হবে। এদিন বহরমপুরে দলীয় দফতরে সাংবাদিক বৈঠকে অধীর বলেন, কর্নাটকে আম আদমি পার্টি বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছিল। একটিতেও তারা জিততে পারেনি। বরং তাদের জন্য কংগ্রেস ওই সব আসনে হেরে যায়। হিমাচলপ্রদেশেও একই কাজ করেছে আম আদমি পার্টি।
অধীর বলেন, সারা ভারতে যখন বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করছে, তখন দিদি আর তাঁর কেজরি ভাই এমন একটা বার্তা দিচ্ছেন, আমরা জোট করব। কিন্তু সেই জোটে কংগ্রেসকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। এর অর্থ হল শিবহীন যজ্ঞ। এ যেন বিয়েবাড়িতে সব আছে। নিমন্ত্রিতরা আছে। বিয়ের আয়োজন আছে। কিন্তু বিয়ের পাত্র নেই। শিবহীন যজ্ঞ কেমন হয়, আমার জানা নেই।
মঙ্গলবার নবান্নে মমতা-কেজরিওয়াল বৈঠক শুরুর আগে অধীর তাঁদের দুজনকে ভোটপাখি এবং কংগ্রেসের ভোটকাটুয়া বলে ব্যঙ্গ করেছিলেন। তিনি বলেন, ত্রিপুরা, মেঘালয়, গোয়ায় তৃণমূল প্রার্থী দিয়েছিল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য।