ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মে।। এবার লেভেল ওয়ান ক্রিকেট কোচ সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে বিসিসিআই। হাইব্রিড লেভেল ওয়ান ক্রিকেট কোচ সার্টিফিকেট কোর্সের জন্য ইচ্ছুক প্রশিক্ষকদের থেকে নাম চাওয়া হয়েছে। এজন্য অবশ্যই ও-লেভেল ক্রিকেট কোচ উত্তীর্ণ হতে হবে অথবা প্রথম শ্রেণীর প্রাক্তন ক্রিকেটার হলেও আবেদন করতে পারবেন। এছাড়া, দক্ষ ক্রিকেটার বিশেষ করে রাজ্য ক্রিকেট সংস্থা থেকে ওই নাম সুপারিশ করতে হবে। এছাড়া, বেসিক ইংরেজি এবং হিন্দি পড়া, লেখা এবং বুঝতে পারার পাশাপাশি কম্পিউটার চালানোতেও দক্ষ হতে হবে। বয়স থাকতে হবে ১৮ থেকে ৫৫ এর মধ্যে। ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ২৬ মে বিকেল চারটার মধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অফিসে নাম, যোগাযোগের নাম্বার ইমেল আইডি, যোগ্যতার মাপকাঠি জানিয়ে দরখাস্ত জমা দিতে হবে। উল্লেখিত কোর্স অনলাইনে করা হবে, এর জন্য প্রার্থীকে প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে বলে টিসিএ-র এর জয়েন্ট সেক্রেটারি জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।